|
---|
বিরাট মিছিল করে মনোনয়ন জমা করলেন কান্দী মহকুমার সংযুক্ত মোর্চার চার কংগ্রেস প্রার্থী
জৈদুল সেখ, কান্দী : মঙ্গলবার কান্দী মহাকুমার সংযুক্ত মোর্চার চার কংগ্রেস পার্থীর মনোনয়ন জমাকে লক্ষ্য রেখে উচ্ছ্বাসের উৎসবে রূপ দান করলো বাম কংগ্রেস এবং আই এস এফ সমর্থক কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই কান্দী, ভরতপুর, খড়গ্রাম এবং বড়ুঞা বিধানসভার বাম কংগ্রেস সমর্থকরা দলে দলে ভিড় জমাতে থাকে কান্দী থানার সামনে থেকে এবং সেখান থেকে বিরাট বর্ণাঢ্য মিছিল করে কান্দী মহকুমার অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা করেন।
মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার কান্দি বিধানসভার জোট প্রার্থী শফিউল আলম খান ( বনু খাঁ), খড়গ্রাম বিধানসভার জোট সমর্থিত কংগ্রেসের প্রার্থী বিপদ তারণ বাগদি, বড়ঞা বিধানসভার জোট প্রার্থী কমলেশ চ্যাটার্জী এবং ভরতপুর বিধানসভার জোট প্রার্থী শিলাদিত্য হালদার।
মঙ্গলবার কান্দী শহর ছিল উৎসবের মেজাজে যা অনেকেই বলছে এবারে বাম জোট।