|
---|
আসানসোল: আসানসোল পুরবোর্ড গঠন করবে বিজেপি। সেই অনুযায়ী ঘোষণা করা হল আগাম পরিকল্পনা। জিতেন্দ্র তিওয়ারির দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
বুধবার বিকেলে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, একটি বিশেষ সমীক্ষা থেকে তাঁরা নাকি জানতে পেরেছেন যে, আসানসোল পুরনিগমের নির্বাচনে জয়ী হবে বিজেপি। পুরবোর্ড গঠন করতে চলেছে তারাই। জিতেন্দ্র দাবি করেন সেই মতো তাঁরা ইতিমধ্যেই প্রস্তুত। শুধু তাই নয় পুরবোর্ড গঠন করার পর আগাম পরিকল্পনার কথাও জানিয়ে ফেলেছেন তাঁরা।
এ দিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, একটি বিশেষ সমীক্ষার ফলাফলে তাঁরা জানতে পেরেছেন আসানসোল পুরনিগম দখল করতে চলেছে বিজেপি। তাই শপথ গ্রহণের পর তাঁদের আগাম যে কর্মসূচি রয়েছে সে কথাও জিতেন্দ্র তিওয়ারি এ দিন ফলাও করে জানিয়েছেন।
জিতেন্দ্র তিওয়ারি বলেন ‘পুরবোর্ড গঠনের পর আমরা দু’টি প্রকল্প শুরু করতে চলেছি। একটি হচ্ছে দুয়ারে কাউন্সিলর এবং পাড়ায় মেয়র। পুর এলাকার বাসিন্দাদের কোনও রকমের কোনও অসুবিধা হলে তাঁরা পুরনিগমের টোল ফ্রি নম্বরে ফোন করে জানালেই, কাউন্সিলর দরজায় এসে, কিংবা মেয়র পাড়ায় এসে সমস্যার সমাধান করবেন।’
জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন ‘আমরা প্রতি ওয়ার্ডে একজন করে নোডাল অফিসার রাখব। ২১ হাজার ৫০০ টাকা বেতনে সেই নোডাল অফিসার নিয়োগ করা হবে।’
আসানসোল পুরসভায় ভোট আগামী ২২ জানুয়ারি। তার এখনও বেশ কয়েক দিন দেরি আছে। ফলাফল তারপর। কিন্তু তার আগে কী করে জিতেন্দ্র তিওয়ারি এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পুরবোর্ড গঠন এবং পুরবোর্ড গঠনের পরের নানা কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন? বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।