মমতার প্রশংসায় পঞ্চমুখ আম্বানি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। স্পষ্ট বুঝিয়ে দিলেন, ভারত যে গতিতে এগোচ্ছে, তার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘সোনার বাংলা’ আজ লগ্নির আদর্শ ঠিকানা হয়ে দাঁড়িয়েছে।

    বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুকেশ আম্বানি নিজের ভাষণ শুরুই করলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বলে। শুরুতেই মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল আম্বানির মুখে। বললেন, “অটলবিহারী বাজপেয়ী যেমন বলেছিলেন আপনি সত্যিই অগ্নিকন্যা। আপনার নেতৃত্বে বাংলা সত্যিই ‘সোনার বাংলা’ হয়ে উঠেছে। সেকারণেই বাংলার মানুষ বারবার আপনার উপর আস্থা রাখছে।”

    মমতার নেতৃত্বে বাংলা যে দ্রুত এগোচ্ছে সেটা বোঝাতে পরিসংখ্যানও তুলে ধরেছেন মুকেশ আম্বানি। তিনি মনে করিয়ে দিয়েছেন, “রাজ্যের জিডিপি এখন ১১.৫ শতাংশ। যা গোটা দেশের তুলনায় অনেক বেশি। মমতার আমলে কর আদায় ৩ গুণ হয়েছে।” মুকেশ আম্বানির কথায়, “বাংলার মাটি উন্নয়ন এবং সম্ভাবনার মাটি। বাংলা এখন লগ্নির আদর্শ জায়গা। বাংলা শুরু থেকেই পরিচিত ছিল বুদ্ধিমত্তার জন্য, এখন বাংলা উদ্যোগের জন্য পরিচিত হচ্ছে। আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বেই সম্ভব হচ্ছে।” মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার উন্নয়নের গতি বোঝাতে রিলায়েন্স কর্তা রূপকেরও ব্যবহার করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, “একদিন রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ার সব টাইগারকে ছাপিয়ে যাবে।”

    মুকেশ আম্বানি জানিয়েছেন, বিজিবিএসের গত ৬ বছরে বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করে ফেলেছে রিলায়েন্স। আগামী ৩ বছরে রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে তাঁর সংস্থা। বাংলার উন্নয়নে চেষ্টার কোনও ত্রুটি করবে না রিলায়েন্স গোষ্ঠী। আম্বানি জানিয়েছেন, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব। রিলায়েন্সও বাংলাজুড়ে লজিস্টিক হাব গড়বে। আগামী ২ বছরে রাজ্যজুড়ে ১২ হাজার রিটেল আউটলেট গড়বে রিলায়েন্স। জিও ফাইবারের দৌলতে ঘরে ঘরে পৌঁছে যাবে স্মার্ট ফোন। রিলায়েন্স কর্তা যে শুধু নিজে বিনিয়োগ করবেন তাই নয়, দেশ-বিদেশের অন্য শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। অন্য শিল্পপতিদের উদ্দেশে তাঁর আহ্বান,”বাংলা বিনিয়োগের আদর্শ জায়গা। আপনারা বাংলায় আসুন।”