|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মা ও শিশু গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ৫ বছরের শিশু, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর পাকালপাড়া নদীর ধারে। উল্লেখ্য ২৬ শে মার্চ শনিবার বেলা ১২টার সময় মা ও শিশু দুজনেই স্নান করতে গিয়েছিল। ৫বছরের শিশু ইসমাইল সেখ নদীর ধারেই খেলা করছিল আর এদিকে মা কাপড় কাচা নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ বাচ্চাটি মায়ের কাছে আসতেই পিছলে গিয়ে নদীতে তলিয়ে যায়। মা কাপড় কাচানিয়ে ব্যস্ত থাকায় কখন তার ছেলে নদীতে তলিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। পড়ে দেখে তার বাচ্চা নেই এলাকাবাসী নদীতে বহু খোঁজাখুঁজির পরও মেলেনি ইসমাইলের খোঁজ। সাগরদিঘী থানার পুলিশ এসে ইসমাইলের খোঁজ শুরু করেছে।