মোদির পথ অবলম্বন কংগ্রেসের! পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘন্টা বাজাবেন কংগ্রেস সমর্থকরা

নতুন গতি নিউজ ডেস্ক: ২০২০ সালে করোনা আতঙ্কের আবহাওয়াতে দেশবাসীকে আত্মবিশ্বাস জোগাতে এবং একত্রিত করতে থালা বাজানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    এবার ঠিক একই পথ অবলম্বন করলেন কংগ্রেস। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩১ মার্চ সকাল ১১টায় দেশজুড়ে কংগ্রেস কর্মীরা নিজেদের বাড়ির বাইরে গ্যাস সিলিন্ডার রেখে তাতে মালা দিয়ে ঘণ্টা, ড্রাম বা অন্যান্য জিনিস বাজাবে।

    তারপর ২ এপ্রিল থেকে দেশের প্রতিটি জেলায় ‘মেহেঙ্গাই মুক্ত ভারত’ নামের এক মিছিল কর্মসূচি চলবে। ৭ এপ্রিল রাজ্যস্তর ধরনা প্রদর্শন এবং মিছিলের আয়োজন করা হবে।