|
---|
আসিফ আলম, নতুন গতি, বহরমপুর :ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলে শান্তিপূর্ণ ‘গ্রেট মার্চ রিটার্ন’ চলাকালে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি আহত।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার (২৮ জুন) গাজার পূর্বাঞ্চলে সাপ্তাহিক শান্তিপূর্ণ ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বা ‘স্বদেশ ভূমিতে প্রত্যাবতন’ এর মিছিলে অংশগ্রহণের সময় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর আক্রমণে ৫০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আহতদের মধ্য থেকে ১৯ জন গুলিবিদ্ধ। বাকিদের অবস্থা জানা যায়নি।
এছাড়াও আহতদের মধ্যে ৮ জন উদ্ধারকর্মী ও একজন সাংবাদিকও ছিলো বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ মার্চ থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর গাজায় অন্তত ২১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১৮ হাজারেরও বেশি আহত হয়েছেন।
প্রায় ষোল মাস যাবত গাজার সীমান্তে ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরে যেতে বিক্ষোভ করে যাচ্ছেন, যেখান থেকে ৭০ বছর পূর্বে তাদেরকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছিলো। সেসময় প্রায় সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন।