শিলিগুড়ি পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন  মোর্চার, জানালেন রোশন গিরি 

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানালো গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি। তৃণমূল যদি প্রচারের ডাকেন সেই ক্ষেত্রে গোর্খা অধ্যুষিত এলাকায় তৃণমূলের হয়ে প্রচার চালাবে মোর্চা। পাশাপাশি GTA নয় পাহাড়ের চারটি পৌরসভার নির্বাচনের দাবি জানালো মোর্চা।

    শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ,জোরদার প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। আগামী ২২ শে জানুয়ারি নির্বাচন। তবে এবার পুরনিগম দখলে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল। অন্যদিকে বামেদের গড় বলে পরিচিত শিলিগুড়ি পুরনিগমে আবারো নিজেদের লাল দুর্গকে বজায় রাখতে ময়দানে নেমেছে বামেরা। অন্যদিকে লোকসভায় এবং বিধানসভা নির্বাচনে বিজেপির দার্জিলিং জেলায় সবকটি আসন এর প্রভাব থাকায় পুরনিগমকে নিজেদের দখলে রাখতে চাইছে গেরুয়া শিবির। তবে এবার নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানালো গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার দুপুরে শিলিগুড়ি দাগাপুরে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা ঘোষণা করেন গোর্খা জনমুক্তি মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি। এদিন রোসাংগিরী বলেন পুরনিগমের ৪৭ টি আসনে গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূল প্রার্থীদের সমর্থন জানাবে। শুধু তাই নয় যদি তৃণমূল নেতৃত্ব চায় সেক্ষেত্রে মোর্চা নেতারা তৃণমূল প্রার্থীদের প্রচার চালাবে। তবে পুরনিগমের মূলত গোর্খা অধ্যুষিত এলাকাগুলোতে মোর্চার নেতারা তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করবেন। প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি গোর্খা ভোটের প্রভাব রয়েছে ৪১, ৪২, ৪৩ ও ৪৬ নং ওয়ার্ডে। ফলে ওই ওয়ার্ডগুলিতে যদি মোর্চা সমর্থকরা অর্থাৎ গোর্খা ভাষাভাষী মানুষেরা তৃণমূলকে সমর্থন জানায় সেই ক্ষেত্রে ওই সমস্ত ওয়ার্ডে শাসকদলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে তৃণমূলের একাংশ।