|
---|
মালদা: মালদা জেলার মালতীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যলয়ে নিষ্ঠার সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জম্ম জয়ন্তী। ১২ই জানুয়ারি বুধবার স্বামী বিবেকানন্দের জম্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।
এ উৎসবের অঙ্গ হিসেবে মালতীপুর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যলয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প দিয়ে দিন নিষ্ঠার সাথে পালন করা হয়।পাশাপাশি এদিন অসহায় প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি। সহ যুব ছাএ নেতৃত্ব।