|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কুতুব মিনার তৈরির আগে সেই চত্বরে ছিল ২৭টি মন্দির আর সেই মন্দিরগুলি আবার নতুন করে নির্মাণের দাবি তুললেন বিশ্ব হিন্দু পরিষদ।
দলের জাতীয় মুখপাত্র বিনোদ বনসলের বক্তব্য “আমরা ওখানকার প্রধান সব এলাকা ঘুরে দেখেছি। যেভাবে ওখানে হিন্দু মন্দিরগুলি ধ্বংস করা হয়েছিল, সেই দৃশ্য হৃদয়বিদারক। ২৭টি হিন্দু মন্দির ভেঙে সেখানে কুতুব মিনার তৈরি করা হয়েছিল। ওই অতিকায় নির্মাণটি তৈরিই করা হয়েছিল দেশকে খোঁচা দিতে। আমাদের দাবি, ওই মন্দিরগুলি ফের নতুন করে তৈরি করে সেখানে হিন্দুদের পুজো করতে দিতে হবে।”