নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, পরে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, পরে মৃত্যু। গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। মৃতের পরিবারের দাবি, থানায় অভিযোগ না জানানোর জন্য হুমকি দেয় অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের পরিবার।নাবালিকার এই পরিণতি মানতে পারছে না হাঁসখালি। নির্যাতিতার পরিবারের দাবি, গত সোমবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের আমন্ত্রণে তাঁদের বাড়িতে যায় নাবালিকা। জন্মদিনের পার্টিতে ডেকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অপরিচিত মহিলাকে দিয়ে নাবালিকাকে বাড়ি পাঠায় অভিযুক্ত। শনিবার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তাদের অভিযোগ, থানায় জানালে ফল ভাল হবে না বলে হুমকি দেয় তৃণমূল নেতার পরিবার।

     

    পরিবারের কী অভিযোগ?

     

    নির্যাতিতার মা বলেন, “সোমবার চারটের সময় যায়, ফেরে সাড়ে সাতটায়। সমর গয়ালের ছেলের জন্মদিন ছিল। এক মহিলা দিয়ে যায়। নেশা করিয়েছিল। বলি কিছু খেয়েছিস। তেঁতুল গোলা খাইয়ে ভাত খাওয়াই। রক্ত বেরোচ্ছিল। বলে শরীর খারাপ হয়েছে। শুয়ে ছিল। ভোর চারটের সময় বলে সহ্য করতে পারছি না। ওষুধ এনে দেখি মেয়ে মারা গেছে। ওই দিন মেয়েকে দাহ করা হয় পোস্টমর্টেম ছাড়াই। আমার মেয়েকে রেপ করেছে নাহলে এমন হবে কেন? সমর গয়ালীর ছেলের জন্মদিন ছিল। ৫-৬ মাস ধরে সম্পর্ক ছিল। আমি জানতাম। বলল মাসি ওর মাথার সমস্যা আছে ওকে ডাক্তার দেখান। ভয়েতে করিনি।”

     

    নির্যাতিতার বাবা বলেন, “সমর গয়ালির ছেলের জন্মদিনে আমার মেয়ে যায়। মেয়েকে নেশা করিয়ে ওই অবস্থায় বাড়িতে রেখে যায়। পরে জানতে পারি। ভোর চারটের দিকে মারা যায়। নেশা করিয়ে রেপ করেছে। দেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। তখন ভয় দেখায়। ভয় দেখাচ্ছিল। যারা করেছে তারাই ভয় দেখায়, বলে যদি কিছু করে বাড়িঘর পুড়িয়ে দেব। চাইছি তার ফাঁসি হোক। তারা ধর্ষণ করে মেরেছে। নেশা করিয়েছে। জন্মদিনে ডেকে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

     

     

    অভিযুক্তর আত্মীয় শিখারানি গয়ালি বলেন, “উনি এই পাড়ার ডন। মস্তানি করে। সোমবার ওই ঘরে পার্টি হয়। ছেলেটা নেশা করে। ছেলে-বাবা রিভলবার নিয়ে ঘুরে বেড়ায়। পুলিশকে জানালেও কিছু বলে না।”

     

    অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। দল এ ধরনের ঘটনা সমর্থন করে না, প্রতিক্রিয়া তৃণমূলের। হাঁসখালির গাজনায় এক পঞ্চায়েত সদস্যের ছেলে আমন্ত্রণ জানায়। মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে পড়লে ধর্ষণ করা হয়। অপরিচিত মহিলাকে দিয়ে বাড়িতে শনিবার লিখিত অভিযোগ দায়ের করে। তৃণমূল নেতার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চল