অসহায় মানুষদের দান করার জন্য সমস্ত অঞ্চল সভাপতিদের হাতে রমজান সামগ্রী তুলে দিলেন বিধায়ক ইদ্রিস আলী মহাশয় ও ব্লক সভাপতি আফরোজ সরকার মহাশয়

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : প্রতি বছরই যাবতীয় ধর্মের উৎসব কে আনন্দময় করে তোলার জন্য সমাজের গরিব অসহায় দুঃস্থ মানুষদের নানান জিনিস খাদ্য থেকে বস্ত্র প্রদান করার নির্দেশ দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই এবারও রমজান উপলক্ষে রাজ্যব্যাপি রমজান সামগ্রী তুলে দেওয়ার নির্দেশ দেন তারই পরিপ্রেক্ষিতে আজকে মুর্শিদাবাদ জেলার ভগোবানগোলা থানার সমস্ত অঞ্চল সভাপতি দের ডেকে রমজান সামগ্রী তুলে দিলেন বিধায়ক ইদ্রিস আলী মহাশয় ও ব্লক সভাপতি আফরোজ সরকার মহাশয়।

     

    আফরোজ সরকার মহাশয় – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করে বলেন – বাংলায় একদিন শুধু দাঙ্গা হতো হত্যা হতো মানুষ খেতে পেতো না – মমতা ব্যানার্জি আসার পর বাংলায় শান্তি এসেছে, মানুষ বিনা মূল্য রেশন পাচ্ছে, ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছে সাইকেল পাচ্ছে ল্যাপটপ পাচ্ছে কন্যাশ্রী তথা এক গুচ্ছ স্কিম চালু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী – আমরা উনার প্রশংসা করে শেষ করতে পারবো না।

    তিনি ভগোবানগোলা বিধান সভার অঞ্চল থেকে বুথ তথা সমগ্র নাগরিক কে অনেক ধন্যবাদ জানান – বিধায়ক ইদ্রিস আলী মহাশয় কে নির্বাচনে জেলার মধ্যে প্রথম স্থান ও রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে দেওয়ার জন্য।

     

    এছাড়াও তিনি ঘোষণা করেন আগামী ২১ মার্চ এক বিশাল বড় করে ইফতার পার্টির ব্যবস্থা করেছেন – তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। বিধায়ক ওনার এই সিদ্ধান্ত দেখে খুবই খুশি হোন এবং ওনার প্রশংসা করেন।

    বিধায়ক ইদ্রিস আলী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দ্বিতীয় মাদার টেরাসা বলে সম্বোধন করেন – তিনি বলেন মমতা ব্যানার্জি শুধু বাংলার নেত্রী নয় তিনি আজকে পুরো ভারতবর্ষের জনপ্রিয় নেত্রী – ওনার চালু করা যাবতীয় স্কিম বাকিরা কপি করেন – এবং তিনি এও বলেন নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের বিরুদ্ধে সব চাইতে জোরালো কন্ঠে কথা বলার ক্ষমতা মাননীয়া রাখেন।

     

    এদিনের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন ভগোবানগোলা বিধান সভার বিধায়ক ইদ্রিস আলী মহাশয়, এক নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকার মহাশয়, দুই নম্বর ব্লক সভাপতি রৌফ সিদ্দিক মহাশয়, জেলা পরিষদ মেম্বার জলি বেগম ও বিধান সভার আয়ত্তে থাকা সমস্ত অঞ্চল সভাপতি।