মগরাহাট জোড়া খুন কাণ্ডে একদিনের মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত

সামসুর রহমান : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় গতকাল শনিবার যে দুজন খুন হয়েছিল। সেই খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে আজ দুপুরে। জানে আলম মোল্লা একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবশেষে রবিবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। রবিবারই আদালতে তোলা হবে ধৃতকে।

    জানা গেছে,অভিযুক্ত জানে আলম চিট ফান্ডের ব্যবসা-সহ নানা ব্যবসা করতেন। এছাড়া ইমারতি ব্যবসা রয়েছে তাঁর। এলাকায় বিশেষ প্রভাব প্রতিপত্তি এই জানে আলমের।

    শনিবার মাগুরপুকুর এলাকা থেকে বরুণ চক্রবর্তী (৩৫) এবং মলয় মাখাল (৩১) নামে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ জানে আলম অ্যান্ড কোম্পানির একটি সংস্থার ঘর থেকে উদ্ধার হয়। নিহতদের আত্মীয়দের অভিযোগ, বরুণ এবং মলয় জানে আলমের চিটফান্ড সংস্থায় টাকা রেখেছিলেন। বেশ কিছু দিন ধরে ওই টাকা ফেরতের দাবিও জানাচ্ছিলেন তাঁরা।

    গতকাল শনিবার সকালে বরুণ এবং মলয়কে টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তার পর থেকে পলাতক ছিলেন জানে আলম।