|
---|
সুফি রফিক উল ইসলাম: কাটোয়া : ২৭ মার্চ সপ্তর্ষি প্রকাশনের উদ্যোগে কাটোয়ার ভাষাসদন এর সহযোগিতায় কাটোয়ার রবীন্দ্র ভবনে গদ্যপদ্যপ্রবন্ধ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ২৮ মার্চ। সারাদিন ব্যাপী এই মহতী কবিতা উৎসবের ১৩ তম পর্বটি এদিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কাটোয়ার স্বনামধন্য পুঁথি ও লোকসাহিত্য গবেষক বর্ষীয়ান আয়ুব হোসেন এবং প্রধান অতিথি হিসাবে চিত্রকর ও কবি শ্যামল জানা। অনুষ্ঠানের উদ্বোধক আয়ুব হোসেন,শ্যামল জানা, অংশুমান কর, তুষার পন্ডিত, দিলীপ সাহা,পরেশ বন্দোপাধ্যায়,শ্রীমন্ত মজুমদার প্রমুখের উপস্থিতিতে জপমালা ঘোষ রায়,শ্রীজাতা কংসবণিক,নিয়াজুল হক,কুশল বাগচি,মানবেন্দ্র সাহা, রসুল করিম,জয় সিংহ , রাজদীপ ভট্টাচার্য প্রমুখ আরো অনেক আমন্ত্রিত কবি কবিতা পাঠ করেন। সংগীত পরিবেশন করেন সংগীতা মজুমদার,তাপস দাস প্রমুখ। গদ্যপদ্যপ্রবন্ধের আগামী পর্ব অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল দুর্গাপুরে। আরো জানা যায় অন্তিম তথা শেষ পর্ব অনুষ্ঠিত হবে ২৯-৩০এপ্রিল এবং ১মে রোটারি সদন কলকাতায়। প্রথম পর্ব শুরু হয়েছিল ৩১ অক্টোবর বর্ধমানে, উদ্বোধক ছিলেন তুষার পন্ডিত।