গোলাড় সুশীলা বিদ্যাপীঠে ছয় দিন ব্যাপী ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি

 সেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর: কেশপুর ব্লকের গোলার সুশীলা বিদ্যাপীঠে শনিবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উক্ত শিবিরে২২ জন মহিলা সহ ৮০ জন রক্ত দান করলেন ।এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন মেদিনীপুর ব্লাড ডোনার্স ফোরাম-র পশ্চিম মেদিনীপুর জেলা ইউনিটের সভাপতি অসীম ধর,মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি তথা রক্তদাতা শিক্ষক স্নেহাশিস চৌধুরী, পশ্চিম মেদিনীপুর শাখার সম্পাদক তথা শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাষ জানা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র পড়িয়া, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য গণ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকামণ্ডলী ।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাত্যহিক নাটক,সঙ্গীত,আবৃত্তি প্রতিযোগিতা ও অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত।
দৃশ্য শ্রাব্য উপকরণে কুইজ প্রতিযোগিতা ছিল চিত্তাকর্ষক।
বিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র কুলধ্যায়,দেবাশীষ দাস, তাপস দোলই, উত্তম বটব্যাল সহ কুইজ মাস্টার স্নেহাশিস চৌধুরী সুন্দর ভাবে কুইজ পরিচালনা করেন।
সামাজিক কর্মসূচির মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা থেকে আসছেন বিশিষ্ট ফিজিসিয়ান ডা. বি.এন.শাসমল, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. কাঞ্চন ধাড়া, শিশু বিশেষজ্ঞ ডা.সন্ধ্যা ধাড়া প্রমুখ ।

স্বামী বিবেকানন্দের১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন স্বামী জয়েশানন্দজী মহারাজ, প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
লোকসংস্কৃতির বিবিধ অনুষ্ঠান, এ সময়ের গান ও নাটক পরিবেশনের জন্য থাকছেন কৃষ্টি সংসদ, মেদিনীপুর ও সংগীত শিল্পী সুপান্থ বসু।
বিদ্যালয়ের শিক্ষাবর্ষের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ভাবনা- জন্মের দ্বিশততম বর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সার্ধশত জন্মবার্ষিকীতে গান্ধী শ্রদ্ধা ।
অতিথি, রক্তদাতা প্রত্যেককে চন্দনের ফোঁটার পরিবর্তে বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ থেকে আনা মাটির ফোঁটা দিয়ে বরণ করা হয়।
প্রতিদিন প্রতি পর্যায়ের অনুষ্ঠানে অভিভাবক -শিক্ষার্থীদের উপস্থিতি নজরকাড়া ।
প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র পড়িয়া মহোদয় জানান, “বর্ষ ব্যাপী বিবিধ শিক্ষা সাংস্কৃতিক সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রাণিত করা হয়। অভিভাবকদের আগ্রহ, শিক্ষক শিক্ষিকাদের আত্মনিবেদন আমাদের এ কাজে এগিয়ে যেতে সাহায্য করছে।”