মানবতার উজ্জ্বল নিদর্শন দু:স্থের ছায়া

 সেখ মহ: ইমরান,নতুন গতি, মেদিনীপুর:- মানবিকতার এক একটা উজ্জ্বল নক্ষত্র দু:স্থের ছায়ার সদস্যরা। তার প্রমাণ ফের দেখা গেল শনিবার । একদিকে যখন মানুষ রাজনীতি নিয়ে ব্যস্ত, অন্যদিকে

দু:স্থের ছায়া চুপিসারে অসহায়, আর্ত মানুষের মধ্যে উষ্ণতা বিতরণ করে চলছে। এদিন ছিল গোপীবল্লভপুর থানার বিভিন্ন গ্রামে পঞ্চম পর্বের উষ্ণতা বিতরণ। ইতিমধ্যেই প্রথম পর্বে মুরাডাঙ্গা গ্রাম,
দ্বিতীয় পর্বে আউসবাঁধি গ্রাম,তৃতীয় পর্বে মেদিনীপুর চার্চ স্কুল সংলগ্ন এলাকা,
চতুর্থ পর্বে খড়গপুর থেকে মেদিনীপুর এবং
ঝাড়গ্রাম থেকে পাশকুড়া পর্যন্ত সব স্টেশনে কম্বল বিতরণ করে দু:স্থের ছায়ার নামকরন সার্থক করে তুলেছেন।

পঞ্চম পর্বের উষ্ণতা বিতরণ অনুষ্ঠানে গোপীবল্লভপুর থানার ফানিয়ামারা, মহলী, সোনামারা গ্রামে কয়েকশ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। “সর্বত্র সর্বদা মানব সেবায়” এই ট্যাগ লাইনকে পাথেয় করেই এই সংস্থার পথ চলা শুরু বলে জানান দু:স্থের ছায়ার এক অন্যতম কর্তা। দু:স্থের ছায়ার সদস্যসহ যারা এই সংস্থার সদস্য না হয়েও সব সময় পাশে থেকে সাহায্যর হাত বাড়িয়ে দেন তাঁরাও এদিন উপস্থিত ছিলেন। এই রকম উদ্যোগ নেটিজেনদের প্রসংশা কুড়িয়েছে।