|
---|
আজিজুর রহমান,গলসি : রবিবার গলসির শিল্লাঘাটে হঠাৎ দেখা গেল একটি ডলফিন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে ডলফিনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ডলফিনটি মুখ তুলে নদীর জলে স্রোতের বিপরীত যেতে দেখেন তারা। জলে ডলফিনটিকে খেলা করতে দেখে ভিড় জমান উৎসুক মানুষজন। স্থানীয়রা বাসিন্দারা ঘটনা কৌতুহলের সঙ্গে উপভোগ করতে থাকেন। ডলফিনের খেলা করার দৃশ্য অনেকেই মোবাইল বন্দি করে রাখেন। এলাকার বাসিন্দা দেবব্রত ঘোষ বলেন, লোক মুখে দামোদরে ডলফিন দেখতে পাওয়ার বিষয়টি জানতেে পারি। তারপর দুপুরে গিয়ে ডলফিনটিকে দেখে আসি। তিনি জানিয়েছেন, দুপুর আড়াইটার পর আর দেখা যায়নি ডলফিনকে। ডলফিনটি দামোদরের মাঝ বরাবর স্রোতের বিপরীত দিকে উঠে যাচ্ছিল। এলাকাবাসীর অনুমান, ডলফিনটি সমুদ্র বা অন্য কোনও বড় নদী থেকে দামোদরে এসেছে।