ছত্রিশ গড়ে অনুষ্ঠিত স্টেট ওপেন মিটে খেলে গোল্ড মেডেল পেলেন বর্ধমানের অরূপ কুমার সাহা।

লুতুব আলি, বর্ধমান, ৯ অক্টোবর : ইন্ডিয়ান অ্যাথলেটিক লিগ স্টেট ওপেন মিট অনুষ্ঠিত হল ছত্রিশ গড়ের রায়পুর নাড়হাডা স্টেডিয়ামে। ৭-৯ অক্টোবর প্রতিযোগিতাটি অরগানাইজ করে ছত্রিশ গড় মাস্টার্স অ্যাথলেটিক। ৭ অক্টোবর এই প্রতিযোগিতাটির উদ্বোধন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়। ১০০ মিটার, ২০০ মিটার ও লং জাম্পে অরূপ কুমার সাহা প্রথম স্থান অধিকার করে তিনটি ইভেন্টে ই গোল্ড মেডেল পান। ঋজু স্বভাব সুলভ মিত ভাষী অরূপ কুমার সাহা পঞ্চাশোর্ধ।তিনি ছাত্রাবস্থা থেকেই খেলা ধূলা কে আঁকড়ে ধরে আছেন। এর আগেও বহুবার তিনি জাতীয় স্তরে খেলে বিভিন্ন বিভাগে গোল্ড মেডেল পেয়েছেন।ছত্রিশ গড়ের রায়পুর থেকে এই প্রতিবেদককে আরুপবাবু জানান,গোল্ড মেডেল বা পুরস্কার পাওয়ার জন্য তিনি খেলেন না।খেলাকে তিনি প্রাণের মতো ভালোবাসেন। বিদ্যালয়, বাড়ি, সামাজিক কাজকম্ম সামলেও ষাট ছুঁই ছুঁই অরূপ বাবু নিয়মিত প্র্যাকটিসে অবিচল থাকেন। ধারাবাহিকভাবে তিনি প্র্যাকটিশ ধরে রেখেছেন বলেই রাজ্য ও জাতীয় স্তরে যে কোন প্রতিযোগিতায় তিনি সোনা না নিয়ে খালি হাতে ফিরে আসেন না। তিনি বর্ধমান গাছ গ্রুপের সবুজ কর্মী। গাছ গ্রুপের পুরোধা গাছ মাস্টার তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরীর ভাষায় : অরূপ বাবু, গাছ গ্রুপের একজন সক্রিয় কর্মী। গাছ গ্রুপের সামাজিক বনসৃজনের যেকোনো অনুষ্ঠানে তিনি এগিয়ে আসেন। তাঁর গোল্ড মেডেল পাওয়া আমাদের কাছে খুবই খুশির খবর। তিনি আমাদের গর্ব। অরূপ বাবুর স্ত্রী মৌসুমী সাহা গৃহবধূ ও কবি। মৌসুমী দেবী বলেন: আমার স্বামী নিজের স্বপ্নকে পূরণ করতে পারায় আমরাও ভীষণভাবে খুশি হয়েছি। অরূপ বাবুর কন্যা অনিন্দিতা সাহা। কলেজ পড়ুয়া। তার ভাষায় : এত বয়সেও বাবা খেলা টাকে যে নিষ্ঠা সহকারে ধরে রেখেছেন এবং পর্যায়ক্রমে সাফল্য অর্জন করে চলেছেন তাতে আমরা ও বর্ধমানবাসী গর্বিত।