|
---|
নিজস্ব সংবাদদাতা: একদিকে ভারত ছাড়ো আন্দোলন, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মহরম একই দিনে পড়েছে। দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করতে শোক মিছিল আয়োজন করলো মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই মুসলিম সম্প্রদায়ের মিছিলে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ ভাবে মিছিলটি করার লক্ষ্যে পায়ে পা মেলান স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,ডা:হা:ব্লক১ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম অধিকারী,এস ডি পি ও মিতুন কুমার দে,ডা:হা: জেলা মহিলা তৃনমূল নেত্রী মনমহিনি বিশ্বাস সহ একাধিক সদস্য,সদস্যা আরও অন্যান্য কর্মীবৃন্দ সকলে।
এদিন শহর পরিক্রমা করে মোহনপুর মহরম মাঠে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ডা:হা: ব্লক১ যুব সভাপতি গৌতম অধিকারী জানান দুটি ঘটনাই আমাদের কাছে খুবই বেদনা দায়ক। দুটি ঘটনায় বা আন্দোলনে যাদের প্রান গিয়েছে তাদের শ্রদ্ধা জানাতে শান্তিপূর্ণ ভাবে মহা শোক মিছিল পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। অমর শহীদদের শ্রদ্ধা জানানো ও শান্তিপূর্ণ বজায় রাখাই আমাদের সকলের কর্তব্য। তাই ধর্ম নিয়ে ভেদাভেদ না ঘটিয়ে সকলে হাতে হাত রেখে বাংলায় শান্তির বার্তা বহন করাই আমাদের কর্তব্য।