|
---|
আজিজুর রহমান : গলসিতে টোটো সহ ডিভিসির জল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম সেখ মোহর। বয়স আনুমানিক ২৬ বছর। তিনি গলসির বাবলা গ্রামের বাসিন্দা। এদিন সকালে টোটোর পিছনের যাত্রী আসনে নীল জিন্সের প্যান্ট ও হলুদ উলিকোটের গেঞ্জি পরহিত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। সাতসকালে গলিগ্রাম ও ভাসাপুরের মধ্যবর্তী জায়গায় ডিভিসি জলে এমন ঘটনা দেখে হকচকিয়ে যান এলাকার মানুষ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। স্থানীয় কিছু মানুষের প্রাথমিক অনুমান টোটো পাল্টি খেয়েই এমন দুর্ঘটনাটি ঘটেছে। কুড়ি পঁচিশ ফুট নিচে পরে যাওয়ায় কোনক্রমে চালক আসন থেকে পিছনের যাত্রী আসনে চলে এসেছে টোটো চালক এমটাই অনুমান করছেন স্থানীয়রা। সকাল থেকেই ঘটনার পুর্নাঙ্গ তদন্ত শুরু করছে গলসি থানার পুলিশ। মৃতের ভাই সেখ কাজল জানান, তিনি বাইরে কাজে চলে গিয়েছিলেন। খবর পেয়ে থানায় এসে জানাতে পারেন গেল রাতে তার ভাইয়ের টোটো পাল্টি খেয়েছে ডিভিসির জলে। তিনি জানান, টোটো নিয়ে ভাড়া চালাতো তার ভাই। কখন ভাড়া গেছে তাও তিনি জানেন না। তাছাড়া কি করে ওই দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। তবে তার ভাই মদ্যপান করতো বলে তিনি স্মিকার করেন। স্থানীয় বাসিন্দা ভরত বাগ্দী, স্বপন বাগ্দী ও বন্দনা বাগ্দীরা বলেন সকাল চাষিরা মাঠে এসে জলে টোটো পরে থাকতে দেখে ঘটনাটি জানাজানি হয়। তারপর তারা এসে দেখেন টোটোটি পাল্টি অবস্থায় গলসি অভিমুখে জলে পরে আছে। পিছনের সিটের জলে ডুবে রয়েছে এক ব্যাক্তি। তাদের প্রাথমিক অনুমান রাতের বেলায় ডিভিসির বাঁধ দিয়ে ভাসাপুররের দিক থেকে গলসির দিকে যাচ্ছিল টোটোটি। কোনক্রমে সেটি ডিভিসির বাঁধ থেকে পঁচিশ ত্রিশ ফুট নিচে জলে পরে যায়। তবে ঠিক কি কারনে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। এদিকে সকালেই পুলিশ এসে টোটো সরিয়ে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাছাড়াও টোটটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু তার তদন্ত শুরু করেছে গলসি পুলিশ।