|
---|
আলিফ ইসলাম : ১৮ডিসেম্বর সিঙ্গুর বইমেলার রজত জয়ন্তী বর্ষের সাহিত্য সভা অপূর্বপুর বীণাপাণি ক্লাব ময়দান কামরাঙা মাঠে বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয় বিকাল ৩ টা থেকে। ড: মৈনাক কুমার দে, সাধন বারিক, অমিতাভ ঘোষ প্রমুখ ব্যাক্তির মঞ্চাসিন উপস্থিতিতে অমর কুমার দাস, স্বপন পাঁজা, সুশান্ত পাড়ুই, সুফি রফিক উল ইসলাম, বিভু মুখোপাধ্যায়,সেখ সিরাজ,শ্যামল ভট্টাচার্য, নীল রতন কুন্ডু, অপর্ণা চক্রবর্তী, বন্দনা মালিক, অশোকমুখোপাধ্যায়, গৌতম চক্রবর্তী, জয়দেব মান্না, তপন চক্রবর্তী, তারকেশ্বর সরকার, হিমাংশু আদক, জয়দীপ সাঁতরা, রাখাল চন্দ্র দাস প্রমুখ প্রায় ৭৫জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। ১১ থেকে১৯ডিসেম্বর ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে নিবেদিত এই বইমেলার প্রাঙ্গণে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।