|
---|
নিজস্ব সংবাদদাতা , কেশপুর : কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ১ নং গেটে পশ্চিমবঙ্গ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন এর (WBCUPA) রাজ্য কমিটি থেকে পাঠানো একটি ব্যনার আজ টাগানো হলো। এদিনের ব্যানার টাঙানো কর্মসূচিতে সংক্ষিপ্ত আলোচনা করেন সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক সুশান্ত দোলই। তিনি বলেন, আমাদের এই সংগঠন অধ্যাপকদের স্বার্থে লড়ে যাচ্ছে । আমরা বিভিন্ন দাবি-দাওয়া রাজ্য সরকারের প্রস্তাব রেখেছি এবং সরকারের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি. আশা করি আমাদের সমস্ত দাবি-দাওয়া আমরা পেয়ে যাব। তিনি আরো জানিয়েছেন , আমাদের সংগঠনের রাজ্য কমিটি থেকে ব্যানার পাঠানো হয়েছে , এই ব্যানার কেশপুর কলেজের প্রবেশ পথে আজকে টাগানো হলো ।এছাড়া উপস্থিত ছিলেন সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ অরুণ শাসমল, অধ্যাপক ড: সুমন প্রতিহার, অধ্যাপক সৈয়দ আসলামুল ইসলাম, সোমা দাস সহ অন্যান্য অধ্যাপক, ছাত্র ও অফিসের ষ্টাফ।