|
---|
আজিজুর রহমান,গলসি : ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস । গলসি ১নং নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলের লোয়া সন্তোষপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ওই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন গলসি ১ নং ব্লক তৃণমূলের সভাপতি জনার্দন চ্যাটার্জি, যুব তৃণমূলের সহ-সভাপতি দোলন দত্ত, INTTUC এর সভাপতি বাপ্পাদিত্য রায়, পারাজ পঞ্চায়েতের প্রধান সাহজাহান শেখ সহ অন্যান্য নেতা কর্মীগণ। জনার্দ্দন চ্যাটার্জ্জী বলেন, রক্তদান এক মহান সামাজিক কাজ। এই ধরনের সামাজিক কাজ তৃণমূল কংগ্রেস সব সময়ই করে থাকে। সমাজ সেবামূলক কাজের অঙ্গ হিসেবেই আজকের ওই শিবির।