একাধিক অভিনব কর্মসূচির মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপন হলো তরঙ্গের

রহমতুল্লাহ,সাগরদিঘী : এই প্রথম মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরের বুকে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হলো একাধিক অভিনব কর্মসূচির মধ্যদিয়ে। এদিনের অভিনব কর্মসূচি ছিল সেলাই মেশিন বিতরণ, যা ২০ জন দুঃস্থ মহিলাদের হাতে সেই সেলাই মেশিন তুলে দেওয়া হয়, তাদের উপার্জনমুখী করতে মূলত এই অভিনব ভাবনা তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর।এদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীদের সংবর্ধিত করা হয়। এদিন প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন এবং তাঁদের রক্তের গ্রুপ পরীক্ষাও করা হয়। পাশাপাশি কর্মসূচির মধ্যে ছিল বস্ত্র বিতরণ যা ১০০ জন অসহায় ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। বর্ষপূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন সাগরদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী, সাগরদিঘির ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস, কাবিল পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, তামিজুদ্দিন মল্লিক, রবীন দত্ত, মফিজুল ইসলাম, ওবাইদুর রহমান, আব্দুর রউফ, প্ৰমুখ। ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান দুঃস্থ মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং কিছুটা হলেও উপার্জনমুখী হতে পারে সেই কথা ভেবেই এই সেলাই মেশিন বিতরণের ভাবনা। সাগরদিঘীর বুকে এই প্রথম অভিনব ভাবনা দেখে সাধুবাদ জানিয়েছেন বিডিও সুরজিৎ চ্যাটার্জি, ওসি সুমিত বিশ্বাস, সহ বিশিষ্ট জনেরা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরুপে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান।