“ঘরে ঘরে চলো” কর্মসূচি পাহাড়পুরে

নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মতো রাজ্যের প্রতিটি ব্লকে ২১ থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত ” ঘরে ঘরে চলো” কর্মসূচির আজ ছিল শেষ দিন। রবিবার,সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পাহাড়পুর গ্রামে অনুষ্ঠিত হলো ” ঘরে ঘরে চলো ” কর্মসূচি। এদিন গ্রামের প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরা হয়।এদিনের কর্মসূচিতে অংশ নেন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন,যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম ও গোপাল দে সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব।