দারিদ্রতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে নজর কারা সাফল্য পাইকর থানার রহিমা খাতুনের

 

    নিজস্ব সংবাদদাতা-খবরের কাগজে ‘অদম্য মেধাবী’দের গল্প প্রায়ই দেখা যায়। এ গল্পটিও অনেকটা এ রকমই। অনেক কাঠখড় পুড়িয়ে কোনো দরিদ্র মেধাবী মেয়ে উচ্চ মাধ্যমিকে 463 নাম্বার পেয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি পাইকর থানার রহিমা খাতুন। এবারের পাইকর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী তবু পড়াশোনা চালিয়ে গেছেন নিজেই লড়াই করে। আজকের এই লড়াইয়ে তিনি অনেকটাই সার্থক। তার বিষয় ভিত্তিক প্রাপ্ত নাম্বার গুলি হল বাংলাতে 86, ইংরেজিতে 87, ভূগোলে 97, দর্শনে 98, রাষ্ট্রবিজ্ঞানের 93 ও ইতিহাসে 95 নম্বর পেয়েছেন। প্রায় 93 শতাংশ নম্বর। বীরভূম জেলার পাইকর থানার ছোট্ট একটি গ্রাম কাঠিয়া গ্রামে জন্ম সেখানেই বেড়ে ওঠা তারপর ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে 77% নম্বর নিয়ে পাইকর উচ্চ বিদ্যালয়ে ভর্তি । মাধ্যমিকের সময় তার কোনো টিউশন ছিল না নিজের চেষ্টা তেই তিনি 77% নম্বর পান। বাবা নজরুল ইসলাম সামান্য এক ক্ষেতমজুর তবু বছরের বেশিরভাগ সময়টা শারীরিক অসুস্থতার মধ্যেই কেটে যায়। রহিমার 3 জন দিদি ও একজন দাদা তারাও পড়াশোনাতে অত্যন্ত মেধাবী ছিলেন কিন্তু দারিদ্রতা তাদের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়। তিনজন দিদির বিয়ে হয়ে গেছে রহিমা ছোট বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকে দাদা আব্দুস সাদেক একজন রাজমিস্ত্রি কর্মী তিনি অনেকটা সময় পরিবারের হাল ধরতে বাইরেই থাকে।

    রহিমাও পড়াশোনার ফাঁকে ফাঁকে বিড়ি বেঁধে পরিবারকে যথেষ্ট সহায়তা করে।পাইকর উচ্চ বিদ্যালয় ভর্তি হওয়ার পর রহিমা খাতুনের কোন আলাদা করে টিউশন ছিল না কিন্তু রহিমা খাতুন যে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী সেটা আশিস পাল নামের একজন টিউশন শিক্ষক দেখেই বুঝে নিয়েছিল তারপর রহিমা খাতুন কে পড়াশোনার জন্য তার কোচিং সেন্টারেই বিনামূল্যে কোচিং দিতে থাকে। রহিমা খাতুন জানায় পাইকর উচ্চ বিদ্যালয়ের প্রতিটি স্যার , ম্যাডাম ও কোচিং সেন্টারের শিক্ষক আশিস পাল আমাকে যথেষ্ট সহায়তা করে।পাইকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার চট্টোপাধ্যায় স্যার সব সময় আমাকে অনুপ্রেরণা যুগিয়ে গেছেন ও সবসময়ই খোঁজ-খবর নিয়েছেন। আমার পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য শেয়ার বিভিন্ন মেধাবৃত্তি গুলো পেতে আমাকে যথেষ্ট সহায়তা করেছেন। রহিমা খাতুন এর এবারের ইচ্ছা নার্সিং নিয়ে পড়াশোনা করার কিন্তু বাধা সেই আর্থিক অবস্থা। মেধাবী রহিমা খাতুন বাংলা মাধ্যমের পড়াশোনার সাথে সাথে ইসলামিক শিক্ষা তেও দারুন দক্ষ।মাত্র 12 বছর বয়সে সে মায়ের চেষ্টায় কোরান শরীফ শিখে ফেলেন। সেই ছোট্ট বয়স থেকেই নামাজ , রোজা চালিয়ে যান।

    কিন্তু তাতেও কপালে চিন্তার ভাঁজ দূর হচ্ছে না মেধাবী শিক্ষার্থীর। বরং বাড়ছে। কলেজে ভর্তি হওয়া, তারপর পড়াশোনা চালিয়ে যাওয়া—অনেক খরচান্ত ব্যাপার। এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়—শুধু অর্থের কারণে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে রহিমার?