|
---|
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: ঘটনা সুত্রে জানা যায় আজ সকাল ৬ টা সময় এক যুবক স্বাভাবিকভাবেই পাথরপ্রতিমা থানায় ঢুকে ডিউটি অফিসারের কাছে জানতে চাই বড়বাবু কোথায় আমি দেখা করতে চাই ডিউটি অফিসার বলেন কী দরকার অভিযুক্ত অভিজিৎ দাস বলেন আমি আমার স্ত্রীর মাথা কেটে নিয়ে আপনার থানায় এসেছি আমাকে এ্যারেস্ট করুন ডিউটি অফিসার তার কথা শুনে হতভম্ব হয়ে যায় তখন এই ছেলেটিকে বাসায় ছেড়ে দিস স্বাভাবিকভাবে পিছনে থাকা স্কুল ব্যাগ থেকে তার স্ত্রীর মুন্ডু বার করে ডিউটি অফিসার কে দেখান হইচই পড়ে যায় থানার মধ্যে। জানা যায় লক্ষ্মী জনার্দন পুর গ্রাম পঞ্চায়েত ১৩১ নাম্বার বুথের বিজেপির সভাপতি অভিজিৎ দাস (৩১) বাবা নাম গৌর দাস, আজ ভোরে তার স্ত্রী অম্বা দাসের হাত, পা, মুখ বেঁধে জাপানি দিয়ে কোপ দিয়ে মুন্ডু কেটে নেয়, শফি মন্ডল স্কুল ব্যাগে ঢুকিয়ে থানায় নিয়ে সে আত্মসমর্পণ করে, তাদের সাড়ে তিন বছরের একটি ছোট মেয়ে আছে। পাথরপ্রতিমা পুলিশ তড়িঘড়ি এলাকা পৌঁছায় তখনো পর্যন্ত লোক জানত না এলাকার এত বড় কান্ড ঘটে গেছে বিশাল পুলিশবাহিনী যাবার পরে এলাকার মানুষ জানতে পারে এই ঘটনাটি বর্তমানে বিছানায় আনার তোড়জোড় চলছে।