|
---|
শুভদীপ পতি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সুকান্ত নগরে দেভোগ পোস্ট অফিস থেকে বাবাজী বাসা পর্যন্ত আজ হাই ড্রেনের শুভ উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক, সেক আজিজুল রহমান, ধাংশু শেখর মন্ডল, চেয়ারম্যান ইন কাউন্সিল নারায়ণ চন্দ্র প্রামানিক প্রমুখ।
বলা বাহুল্য, হলদিয়া পৌরসভার সহযোগিতায় এই হাইড্রেন হওয়ার ফলে উপকার পেলেন স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। এর আগে প্রতি বছর বর্ষাকালে এই সব এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটত। এই নিয়ে হাইড্রেনের দাবি উঠিয়েছিল স্থানীয়রা। হাইড্রেনের ফলে এলাকায় জল জমার সমস্যা ঘুচবে বলে আশাবাদী হলদিয়া পৌরসভার এবং স্থানীয়রা।