দু দিন নিখোঁজ থেকে গাছে ঝুলন্ত অবস্থায় ১৮বছরের যুবক

সজিবুল ইসলাম,নতুন গতি,মদনপুর:রাণীনগর থানার এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় গাছে দেখতে পায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।রাণীনগর থানা এলাকার মদনপুর গ্রাম এর এই ছেলেটি গতকাল ০৭/০৯/১৯ থেকে নিখোঁজ ছিল আজ তার মৃতদেহ পাওয়া যায় , বাড়ী থেকে দু তিন কিলোমিটার দূরে র মাঠে । মৃত্যু রহস্য অজানা । নাম রাকিবুল ইসলাম
পিতা রিয়াজুল ইসলাম ( পিন্টু)বয়স আনুমানিক ১৮ বছর। হুরশী গ্রামপঞ্চায়েত এর মধ্যে চারগোপাল পুর গ্রামের পাশে মাঠের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ।

    পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।কেবা করা খুন করেছে ,না নিজে আত্মহত্যা করেছে পুলিশ তদন্ত শুরু করেছে।