|
---|
শেখ আরেফুল , নতুন গতি, পূর্ব মেদিনীপুর : মহিষাদল রবীন্দ্র পাঠাগারের সভাগৃহে বৈকালিক এক অনুষ্ঠানে প্রকাশিত হলো মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস ( ১ম খন্ড )গ্ৰন্থটি । মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু গুণীজন। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারনে সদস্য/ সদস্যাগণ মুখে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী সভাপতি মন্মথনাথ দাস । এছাড়াও, উপস্থিত ছিলেন ড. প্রবালকান্তি হাজরা,স্বপন কুমার মন্ডল, সুমন নারায়ন বাকরা, নীলোৎপল জানা, সুদর্শন সেন, চন্দন দাস , জয়দীপ পন্ডা প্রমুখেরা। পার্থসারথী দাশ গান্ধীজী ও ডা. সুকুমার মাইতি বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। সদ্যপ্রয়াত জাতীয় শিক্ষক নির্মল চন্দ্র মাইতি’র প্রয়াণে শোকপ্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করেন সকলে। সংগীত পরিবেশন করেন বারুনী চ্যাটার্জী ও সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক অধ্যাপক হরিপদ মাইতি।
সভাপতি মন্মথনাথ দাস মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস গ্ৰন্থটি প্রকাশ করেন। সম্পাদক অধ্যাপক হরিপদ মাইতি বাবু উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মেদিনীপুর জেলার আঞ্চলিক ইতিহাস চর্চায় আরও বেশি বেশি করে ভূমিপুত্রদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান, আমরা এর পরে মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস চর্চা ( ২ য় খন্ড ) ও মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস অভিধান পুস্তকটি প্রকাশনার লক্ষ্যে কাজ শুরু করেছি।