গ্রামের দুঃস্থ মানুষদের স্বনির্ভর করতে বিনামূল্যে ছাগল বিতরণ করল প্রশাসন

 

    Okহরিশ্চন্দ্রপুর,মহ: নাজিম আক্তার,১২ ফেব্রুয়ারি:পিছয়ে পড়া গ্রামের দুঃস্থ মানুষদের স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে।সেই মতো বুধবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের প্রাণিসম্পদ বিকাশ বিভাগ থেকে এলাকার ১৭০ জন উপভোক্তাদের মধ্যে ৩৫টি ইউনিটে ৫টি করে মোট ১৭০টি ছাগল প্রদান করা হল বিনা মূল্যে।

    এদিন ছাগল বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের পঞ্চায়েত সিমিতির সভাপতি কোয়েল দাস, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম ও প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক মহুয়া দে ।বিনামূল্যে ছাগল পেয়ে গ্রামের দুঃস্থ মানুষেরা খুব খুশি।

    প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক মহুয়া দে বলেন, “বর্তমান জীবনে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম।প্রাণী সম্পদ পালনের মাধ্যমে একদিকে যেমন
    অপুষ্টি দূর করা যায়, তেমনিভাবে অর্থনৈতিকভাবে লাভবানও হওয়া সম্ভব। আগামীদিনে এই ছাগল প্রতিপালনের প্রশিক্ষণও দেওয়া হবে।”