দুস্কৃতি হামলায় বিমর্ষ মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: একদল দুস্কৃতি হামলা চালাল এক গৃহস্থবাড়ীতে। মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনায় বিমর্ষ গোটা জেলা। সূত্রের খবর, এলাকার হাতিছাপার বাসিন্দা নাইমুল হক ইকবালপুর বোরনাহী গ্রামের শেষ মাথায় বটতলার পাশে বসত জমি ক্রয় করে। সেই জমিতে বাড়ি করতে দেবে না বলে কিছু লোক তাদেরকে মাঝেমধ্যে হুমকি দিতে থাকে বলে অভিযোগ।

    তারই জেরে সুযোগ বুঝে কয়েকজন দুষ্কৃতী রবিবার দুপুরে সাদ্দাম হোসেন, সরজেমা বিবি (৫৫) সোনাভান খাতুন (২০) কে তালোয়ার ও ভোজালি দিয়ে আক্রমণ করে। সাদ্দামের পিসির পেটের (নাড়িভুড়ি বেরিয়ে যায়) ও ব্রেস্ট ( স্তন ) তালওয়ার দিয়ে কুপিয়ে দেয় বলে অভিযোগ। সাদ্দামের হাত মাথাতেও ভোজালি ও তালওয়ার দিয়ে আক্রমণ করে অভিযোগ। এমনকি দুষ্কৃতীদের হাত থেকে ছাড় পায়নি সাদ্দামের গর্ভবতী স্ত্রী সোনাভান বিবিও। দুস্কৃতিরা প্রানে মারার চেষ্টা করে সাদ্দামের গর্ভবতী স্ত্রীকে।

    সকলকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। এমনকি বচসার সুযোগে লক্ষাধিক টাকার সোনার অলংকার ও কিছু নগদ টাকা ছিনতাই করে দুস্কৃতিরা বলে অভিযোগ। এনিয়ে বাদী নাইমুল হক (৫৭) ১৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন হরিশ্চন্দ্রপুর থানায়।

    এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম। দোষীদের মাটি খুড়ে বের করে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন বিধায়ক মোস্তাক আলম।

    চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস জানান, ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশি পিকেট বসানো হয়েছে ঘটনাস্থলে। বাকি অভিযুক্তদের তল্লাশি চালানো হচ্ছে।