সাতগাছিয়া তৃণমূলের পার্টি অফিস দখল করল বিজেপি।

 

    মইদুল খান রানিয়া হাট  নতুন গতি  ঃ দক্ষিণ ২৪পরগনা, সাতগাছিয়া বিধানসভা রানিয়ায় তালা ভেঙে তৃণমূলের পার্টি অফিস দখল নিল বিজেপি। আজ সকালে বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তৃণমূলের লাগানো পতাকা, ব্যানার ও অভিষেকের ব্যানার্জীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ ব্যানার ও বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়।

    পাশাপাশি তৃণমূলের লাগানো তালা ভেঙে আজ ওই পার্টি অফিস দখলে রাখল বিজেপি।
    বিজেপির দাবি, আগে ওই পার্টি অফিস বিজেপির ছিল। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল জোর করে বিজেপির থেকে তা দখলে নেয়। আজ সেই অফিস পুনরুদ্ধার হল।

    যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাটি অফিস পেয়ে বিজেপি সর্মথকদের মধ্যে বেড়েছে মনোবল ।