খড়্গপুরে রেড ভলান্টিয়ারদের উদ্যোগে স্বাস্থ্যপরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণের রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্য শিবিরের তৃতীয় শিবিরটি রবিবার দীনেশ নগর ডুমুর তলা ক্লাবে অনুষ্ঠিত হয়।


    উদ্বোধনী অনুষ্ঠান জেনারেল ফিজিশিয়ান চিকিৎসক ডাঃ অমিত কুমার নন্দী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুশীল কুমার হালদার। অতিথির আসন অলংকৃত করেন৷ সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্থানীয় এলাকার ৯৬ জন সহনাগরিকের ব্লাড প্রেশার, সুগার, অক্সজেন স্যাচুরেশন, বিএমআই, রেসপিরেশন রেট সহ চোখ, জেনারেল স্বাস্থ্য ও শিশুদের পরীক্ষা করা হয়৷ রেড ভলান্টিয়ারের পক্ষ থেকে অমিতাভ দাশ জানান,আগামী কয়েক মাস ধরে প্রত্যেক রবিবার ঘুরে ঘুরে এই ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির চলবে ৷