|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বড় অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ হিরো মোটোকর্পের উপর। জানা গেছে, কর্ণধার পবন মুঞ্জল-সহ সংস্থার মোট ২৫টি ঠিকানায় হানা দিয়ে তল্লাশি চালালেন আয়কর বিভাগের কর্মীরা।
হিরোর তরফে সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু এটা স্পষ্ট যে সংস্থার নীরবতা তাদের জন্যই বিপদ বয়ে আনছে।