|
---|
নিজস্ব সংবাদদাতা :বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসকদল । পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুরে আগামী ৪ই ফেব্রুয়ারি সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মানেই উপচে পড়া ভিড় হবে, এমন আত্মতুষ্টিতে না ভোগে কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা মিছিল মিটিং ও পাড়া বৈঠক করছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও জোরদার প্রচার চলছে। শুক্রবার বিকেলে কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলে কেওটপাড়া থেকে সাকুয়া মোড় পর্যন্ত মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। এদিন চারটা বুথকে নিয় মিছিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন অঞ্চল সভাপতি সেখ হাসানুর জামান। এছাড়াও তিনি বলেন কেশপুর ব্লকের মধ্যে আমরা যেমন সবচেয়ে বেশি ভোটে লিড দিই তেমনই অভিষেকের সভাতেও ব্লকের মধ্যে আমাদের অঞ্চল থেকে বেশি কর্মী সমর্থক উপস্থিত হবেন। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ রফিক , কেশপুর ব্লক মাইনোরিটি সেলের সভাপতি ব্লকের হাবিবুর রহমান,বিধায়ক প্রতিনিধি সমাপ্তি রায়, অঞ্চল সভাপতি হাসানুর জামান ও অঞ্চল নেতৃত্বরা।