“জনসংখ্যা অনুযায়ী হিন্দুদেরও সংখ্যালঘু ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট রাজ্য” সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

নতুন গতি নিউজ ডেস্ক: “জনসংখ্যা অনুযায়ী হিন্দুদেরও সংখ্যালঘু ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট রাজ্য” সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র।

    উল্লেখ্য, সংখ্যালঘু হিসাবে উল্লেখ না থাকায়, খাতায়-কলমে সংরক্ষণ থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় হিন্দু ধর্মাবলম্বীদের। এই বিষয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। মামলাটি দায়ের হওয়ার পর এপ্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তার পরিপ্রেক্ষিতে এই জবাব।