জম্মু-কাশ্মীরে ভূমিকম্প; রিখটার স্কেলে মাত্রা ৪.৩ দেশ 29 March 2022 by নতুন গতি নতুন গতি নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল ৭টা ২৯ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের আলচি (লে) থেকে ১৮৬ কিমি উত্তরে হয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।