|
---|
আজিজুর রহমান,গলসি : এইচআইভি রুখতে পথ নাটিকা করা হল পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিন হাসপাতালের আউটডোরে আগত রোগী ও রোগী পরিজনদের সামনে ওই পথ নাটিকা করা হয়। জানা গেছে, এইচআইভি সংক্রমণ রুখতে সরকারি প্রচারে চলছে বিভিন্ন ভাবে। পথ নাটিকা তারই অঙ্গ। কোলাকাতা থেকে আসা পথ নাটিকার অভিনেতারা অভিনয়ের মধ্য দিয়ে জানান, রক্ত দেওয়া নেওয়ার মধ্য দিয়ে। এবং অপারেশনের যন্ত্রপাতি ও ইনজেকশনের সিরিঞ্জের মধ্য দিয়ে ও নিজস্ব সঙ্গী ছাড়া অপরের সাথে অসুরক্ষিত যৌন মিলন করলে এইচআইভি ছড়িয়ে পরতে পারে। তারা জানাই, তাই রক্ত দেওয়া ও নেওয়ায় সময় সরকারি অনুমোদিত ব্লাডব্যাংক থেকে রক্ত দেওয়া নেওয়া করতে হবে। এবং একটি সিরিঞ্জ যেন দুইবার ব্যবহার না হয় তাতে লক্ষ রাখতে হবে। এর পাশাপাশি নিজের সঙ্গিনী ছাড়া অপরের সাথে যৌন মিলন করলে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। পথ নাটিকায় এইচআইভি সংক্রমণ রুখতে কি করা দরকার তা অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়।