হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যের উদ্যোগে বাড়ি ফিরলেন ভবঘুরে এক বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা : মাস আটেক আগের ঘটনা। ভবঘুরে এক বৃদ্ধ চুঁচুড়ায় একটি মাঠের ধারে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ এক দিন তাঁকে সেখানে ঘুরে বেড়াতে দেখেন হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য। বৃদ্ধের নাম লক্ষ্মণ নাগ। কানে কম শোনেন। মানসিক ভাবে অসুস্থ হলেও চিনতে পারেন সকলকে। নাম জানতে চাইলে বলেন, ‘‘রামের ভাই লক্ষ্মণ ন’য়ে আকার গ, নাগ।’’ কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারেন না। লক্ষ্মণের পরিচর্যার দায়িত্ব নেন শুভ্রা। বৃদ্ধের খাওয়াদাওয়া, পোশাক, কম্বল, চাদরের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি, লক্ষ্মণের বাড়ির সন্ধান চালাতে থাকেন। অবশেষে হ্যাম রেডিয়োর সাহায্যে খুঁজে পান তাঁর বাড়ি। লক্ষ্মণের বাড়ি শ্যামনগরে। স্ত্রী-পুত্র-নাতিকে নিয়ে ভরপুর সংসার। বাবার খবর পেয়ে লক্ষ্ণণের ছেলে আত্মহারা। বাবাকে বাড়িতে নিয়ে যেতে চুঁচুড়ায় এসেছেন তিনি।