|
---|
উজির আলী,নতুন গতি,মালদা:
সরকারি ফরমান মালদা ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র বদল। তিনি নতুন পদে যাচ্ছেন ব্যান্ডেল জিআরপি হাওড়ার ইনচার্জে। তার জায়গায় অর্থাৎ ইংরেজবাজার থানার আইসি নতুন হচ্ছেন হাওড়া জিআরপি ডিইবি ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাস। কার সাথে একটু জানার বিষয় মালদা ইংরেজবাজার থানা প্রাক্তন আইসি অর্থাৎ পূর্ণেন্দু কুন্ডু ব্যারাকপুর ছেড়ে মালদা জেলার হবিবপুর পিএসএ আই সি হয়ে জয়েন করছেন সূত্রের খবর। মালদা ইংলিশ বাজার থানার আইসি শান্তনু মিত্র বর্তমানে হাওড়া জিআরপি ব্যান্ডেলের দায়িত্বে যাচ্ছেন। মালদা হবিবপুর পিএস এর আইসি তৃদ্বীপ প্রমানিক মালদা জেলার হবিবপুর পিএস ছেড়ে বৈষ্ণবনগর আইসি যাচ্ছেন।