|
---|
সেখ সামসুদ্দিন : ১৪ জুলাই, আসন্ন বকরিদ তথা ঈদ-উদ্ জ্জ্বোহা উপলক্ষ্যে মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক করণে একটি সভা ডাকা হয়। সভায় উপস্থিত ছিলেন মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আলি মহঃ ওলি উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, খাদ্য কর্মাধ্যক্ষ নমিতা কর, মেমারি থানার ওসি দেবাশিষ নাগ, সেকেন্ড অফিসার অভিজিৎ চ্যাটার্জী সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও মেমারি মাদ্রাসার ক্বারী সাহেব সামসুদ্দিন আহমেদ ও বিভিন্ন মসজিদের ঈমামগণ। এই সভায় আবেদন রাখা হয় কোভিড বিধি নিষেধকে মান্যতা দিয়ে, ধর্মীয় ভাবাবেগ বজায় রেখে উৎসব পালন করুন। কোরবানির জায়গা পর্দার আড়াল রাখা ও ব্লিচিং সহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মাংস ডিষ্ট্রিবিউশনের কাজেও যেন যথাসম্ভব ঢাকা দিয়ে করা হয়। উপস্থিত সকলেই এই আবেদনে সাড়া দিয়ে সহমত পোষণ করেন এবং সম্প্রীতির মেলবন্ধন বজায় রেখেই প্রতিবারের ন্যায় উৎসব পালন করা হবে বলে জানান। শহরের এক ঈমাম ঐদিনের জন্য নলবাহিত জল পরিষেবা ভোর পাঁচটা থেকে চালু করার জন্য আবেদন জানান। বিডিও বিষয়টি প্রশাসনিক ভাবে দেখার আশ্বাস দেন।