|
---|
সেখ আব্দুল আজীম : ৬জুলাই ‘২২ চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ মহাশয় উদ্যোগে আসন্ন ইদুজ্জোহা উপলক্ষে চন্ডীতলা ১ নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের মসজিদের ইমাম সাহেবদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয় চন্ডীতলা দু’নম্বর ভিডিও অফিস হল ঘরে। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে ইমাম সাহেবগণ উক্ত প্রশাসনিক অনুষ্ঠানে হাজির হন এই দিন চন্ডীতলা থানার ওসি কিছু গাইডলাইন দেন সাথে সাথে তিনি আগামী ইদুজ্জোহা উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা জানান এই দিন উপস্থিত ছিলেন ডিএসপি চন্ডীতলা উৎসা শ্রী মানি মহাশয়া এছাড়াও সি আই চন্ডীতলা ও চন্ডীতলা ব্লক টু জয়েন্ট ভিডিও মহাশয়া ছাড় চন্ডীতলা থানার অন্যান্য অফিসার গণ চন্ডীতলা ২ নম্বর ব্লকের কর্মদক্ষ চন্ডীতলা এক নম্বর ব্লক সভাপতি ভোলানাথ চ্যাটার্জি নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক প্রমূখ সকল প্রশাসনিক আধিকারিগণ আগাম ইদুজ্জোহার প্রীতি ও শুভেচ্ছা জানান।