|
---|
নিজস্ব সংবাদদাতা পুর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী মঙ্গলবার জানান, পুর এলাকায় তেতলা বাড়ির অনুমোদন নিয়ে কেউ কেউ পাঁচ-দশতলা বাড়ি তৈরি করছেন বলে এর আগে ভূরি ভূরি অভিযোগ এসেছে। তারই পরিপ্রেক্ষিতে এ দিন বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ার এবং অফিসারদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে পুরসভা অনুমোদিত নকশায় সামান্য বিচ্যুতি হলেই জরিমানা নিয়ে সেই নকশা অনুমোদন করা হবে। কিন্তু যে সব বহুতলের ক্ষেত্রে নকশায় বিচ্যুতি বেশি হবে, সেগুলিকে কোনও ভাবেই আইনি স্বীকৃতি দেওয়া হবে না। যাঁরা ওই বহুতলে ফ্ল্যাট কিনবেন, তাঁরা মিউটেশন করাতে পারবেন না। সারা জীবন বেআইনি বাড়িতে থাকতে হবে।সুজয়বাবু বলেন, ‘‘এর মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাইছি তা হল, যিনি ওই বহুতল তৈরি করছেন, তিনি জানেন কতটা অংশ বেআইনি। ভবিষ্যতে ক্রেতারা ফ্ল্যাট কিনতে গিয়ে যাতে সমস্যায় না পড়েন, তা মাথায় রেখেই যেন তিনি কাজ করেন।’’