|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগঠিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারে মনিপুরের সেই পাশবিক ও নিন্দনীয় ঘটনায় বিজেপি তথা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদে আন্দোলনে নামল মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব,মহিলা সহ তৃণমূলের সকল সংগঠন। এদিন ধিক্কার মিছিল এর শেষে বাগারিয়া বাজারে এক প্রতিবাদ সভা হয়।এদিন শ্রীচন্দা ব্রিজ থেকে বাগারীয়া বাজার পর্যন্ত এক ধিক্কার মিছিল এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত ও সদস্যা সঙ্গীতা হালদার,ব্লকের শিক্ষার কর্মাধ্যাক্ষ সেলিম খান, মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূলের কার্যকরী যুব সভাপতি নাজবুল দপ্তরী, সাবিরুদ্দীন পুরকাইত এস টি এস সি সভাপতি মুরালি মোহন নস্কর সহ অন্যান্যরা। এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং মোদি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।