|
---|
নিজস্ব সংবাদদাতা: সারা জীবন রিক্সা চালিয়ে যান নিরাশা হয়ে হতাশা নিয়েই।আজ তাদের বড় দুর্দিন। অনেকেই রিক্সা চালানো ছেড়ে দিয়েছেন।টোটো এবং অটোর দাপটে।রিক্সা চালিয়ে সংসার চালাতে না পেরে অনেকেই অন্য ব্যাবসা ধরে ফেলেছেন।তাই আজ শিলিগুড়ির এক পুলিশকর্মী এবং সমাজসেবী বাপন দাসের উদ্যগে আজ সমাজসেবীরা শিলিগুড়িতে রিক্সা চালকদের তাদের রিষ্কা বসিয়ে ঘোরালেন সারা শিলিগুড়ি,তাদের হাতে তুলে দিলেন খাবার এবং টাকা।আজ সকালে এই অভিনব উদ্বেগ শুরু হল শিলিগুড়ির সতেরো নং ওয়ার্ডের চিলড্রেন পার্কে।সকালেই সমাজসেবীরা প্রায় কুড়ি জন রিক্শা চালকের তুলে দিলেন একহাজার টাকা করে এবং তুলে দিলেন তিনদিনের সংসার খরচের জিনিস।এতে অভিভূত হয়ে এক রিক্সা চালক রাজু চৌধুরী জানান আমাদের জীবন হতাশায় কেটে চলেছে,কিভাবে ছেলেমেয়েদের মানুষ করব ভেবে পাচ্ছি না,এর মধ্যে এই উদ্যোগে একদিনের জন্য হলেও মনে আনন্দ পেলাম।