শিলিগুড়িতে নিষিদ্ধ করা হল প্লাস্টিক

নিজস্ব সংবাদদাতা:আজ থেকে বন্ধ plastic।আজ থেকেই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শুরু করল তাদের অভিযান।শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নেতৃত্বে আজ শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র এবং তার প্রতিনিধিরা।আজ শিলিগুড়ির বাজার এলাকায় পুরসভার প্রতিনিধিরা ঘুরলেন,এবং এখনো যারা নিষিদ্ধ plastic ব্যাবহার করে চলেছেন তাদের সতর্ক করে দিলেন।ডেপুটি মেয়র জানালেন আজকে সবাইকে ছেড়ে দেওয়া হল, কিন্তুু ভবিষ্যতে যদি কেউ নিষিদ্ধ plastic ব্যাবহার করেন তবে তাকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে।এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সাথে ছিলেন এম আই সি মানিক দে, কাউন্সিলার অভয়া বসু,চেয়ারম্যান ডি ওয়াই ভুটিয়া এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য সদস্যরা।শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয় এদিন। ওই বিজ্ঞ।প্তিতে জানানো হয় যদি কোন ব্যাবসায়ী কিংবা দোকানদারকে নিষিদ্ধ plastic ব্যাবহার করতে অথবা কাউকে দিতে দেখা যায় তবে ওই ব্যাবসায়ীকে তিনদিন ব্যাবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, মেয়র অসুস্থ তাই আমি তার জায়গাতে দায়িত্ব পালন করছি।তাই আমি চেষ্টা করবো যাতে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি।এবারে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িকে সম্পুর্নভাবে plastic মুক্ত শহর তৈরী করে দেখাবে।