শুভেন্দু বিতর্কে দলের ভাঙ্গন রোধ ও দলীয় ভিত শক্ত করতে আসরে নামলো যুব তৃণমূল

নতুন গতি ডেস্ক: শুভেন্দু বিতর্কে দলের ভাঙ্গন রোধ ও দলীয় ভিত শক্ত করতে আসরে নামলো যুব তৃণমূল । কালিয়াচকের তিনটি ব্লকের তৃণমূলের যুব কর্মীরা আজ এক মোটর সাইকেল রেলি মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল। কালিয়াচকের তিনটি ব্লকের প্রায় পাঁচ শতাধিক যুব তৃণমূল কর্মীরা রামনগর থেকে শাহবাজ পুর অঞ্চল পর্যন্ত ৪ কিলোমিটার সরকারি নির্দেশ মেনে মোটর সাইকেল রেলি করে ।

    মোটর সাইকেল রেলিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস , কালিয়াচক ৩ ব্লক সভাপতি হজরত শেখ সহ ভাইস প্রেসিডেন্ট অসীম বিশ্বাস ও সহদেব মন্ডল সহ , পাঁচ শতাধিক যুব তৃণমূল কর্মী।বাইক র‍্যালির শেষে এক বিরাট পথসভা হয় সাহাবাজ পুর স্টান্ডে, সেখানে প্রায় পাচ হাজার তৃনমুল কর্মী সহ সাধারণ মানুষের জমায়েত হয়, এবং বিজেপি সহ বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করে তৃণমূলে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার যুব সভাপতি।

    কালিয়াচকের তিনটি ব্লক সহ সারা জেলাতে গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত তৃণমূল কংগ্রেসের হাল ধরতে যুব তৃণমূল কংগ্রেস কমিটি এগিয়ে এলো
    যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের হাত ধরে , যুব সভাপতি জানান মালদায় তৃণমূলের কোন ভাঙ্গন নয়। শুভেন্দুর পাশে কেউ দাড়াবে না। তৃণমূলের সমস্ত নেতা ও যুব কর্মীরা দিদির পাসে থেকে দিদির হাত শক্ত করবে। আজকের বাইক রেলি সেই বার্তাই দিল।”

    তৃণমূল যুব কংগ্রেসের কালিয়াচক ৩ নম্বর ব্লক ভাইস প্রেসিডেন্ট অসীম বিশ্বাস
    জানিয়েছেন , ” আমাদের এলাকায় সবাই দিদির পাশে আছে। কেউ যদি ভাবে নিজের দল ভেঙে দলের ভাঙ্গন ধরাবে। এটা তার চরম ভুল ধারণা। আজ তিনটি ব্লকের যুব কর্মীরা হাতে হাত রেখে শপথ নিয়েছে।