এবারের শিলিগুড়ি পুরভোটে ৪৭টি ওয়ার্ডেই জয়লাভ

নিজস্ব প্রতিবেদক:- এবারের শিলিগুড়ি পুরভোটে ৪৭টি ওয়ার্ডেই জয়লাভ করে উন্নয়নের চাদরে শহরকে মুরে ফেলা হবে বলে প্রতিশ্রুতি ব‍্যক্ত করলেন রাজ‍্যের মন্ত্রী অরুপ বিশ্বাস।আসন্ন শিলিগুড়ি পুর-কর্পোরেশন নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড হচ্ছে বলে জানান, যুব কল‍্যাণ ও বিদ‍্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস।

    আজ তৃণমূলের জেলার সদর কার্যালয়ে মন্ত্রী অরুপ বিশ্বাস, প্রার্থী গৌতম দেব ও অলোক চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠক করেন।

    সংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, প্রচারে বেরিয়ে যা বুঝতে পারছি এবার ৪৭ টি ওয়ার্ডে জয় লাভ করে পুর বোর্ড তৃণমূল দখল করবে। এর পাশাপাশি আগামী ২৭শে ফেব্রুয়ারী দার্জিলিং পুরসভার ভোট। সেই ভোটে তৃণমূল ১০টি আসনে লড়াই করবেন। এই বিষয়ে অরুপবাবু বলেন, “দার্জিলিং পুরসভায় ১০ আসনেই তারা জয়ী হবেন।”এবারের শিলিগুড়ি পুরভোটে ৪৭টি ওয়ার্ডেই জয়লাভ করে উন্নয়নের চাদরে শহরকে মুরে ফেলা হবে বলে প্রতিশ্রুতি ব‍্যক্ত করলেন রাজ‍্যের মন্ত্রী অরুপ বিশ্বাস।আসন্ন শিলিগুড়ি পুর-কর্পোরেশন নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড হচ্ছে বলে জানান, যুব কল‍্যাণ ও বিদ‍্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস।
    আজ তৃণমূলের জেলার সদর কার্যালয়ে মন্ত্রী অরুপ বিশ্বাস, প্রার্থী গৌতম দেব ও অলোক চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠক করেন।
    সংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, প্রচারে বেরিয়ে যা বুঝতে পারছি এবার ৪৭ টি ওয়ার্ডে জয় লাভ করে পুর বোর্ড তৃণমূল দখল করবে। এর পাশাপাশি আগামী ২৭শে ফেব্রুয়ারী দার্জিলিং পুরসভার ভোট। সেই ভোটে তৃণমূল ১০টি আসনে লড়াই করবেন। এই বিষয়ে অরুপবাবু বলেন, “দার্জিলিং পুরসভায় ১০ আসনেই তারা জয়ী হবেন।”