|
---|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: BJP-তে যোগদানের 15 দিনের মাথায় ফের তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি রায়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দেন। এই নিয়ে তিনি গত এক বছরে তিন বার দল পরিবর্তন করলেন। প্রথমে CPI(M) থেকে তৃণমূল, সেখান থেকে BJP তে এবং এদিন ফের BJP থেকে তৃণমূলে যোগ দেন তিনি।
বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। CPI(M)-র সহযোগিতায় এই অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের ঠিক আগে CPI(M)-র জয়ী প্রার্থী মৌসুমি রায় তৃণমূলে যোগ দেন। এবং তাঁকে প্রধান করা হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান হলেও তাঁর হাতে কোন ক্ষমতা ছিল না। গত 29 মে তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন মৌসুমি । BJP তে যোগদানের 2 সপ্তাহের মাথায় ফের তৃণমূলে ফিরলেন তিনি ।