জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ধমান ছন্দমের বাৎসরিক অনুষ্ঠান ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার অগ্রগণ্য নৃত্য প্রতিষ্ঠ ান বর্ধমান ছন্দম এর সম্মাননা জ্ঞাপন ও বাৎসরিক অনুষ্ঠান হয় ছন্দমের নিজস্ব অলকানন্দা হলে। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বর্ধমান ছন্দম এর অধ্যক্ষ মেহবুব হাসান। অনুষ্ঠানে অভিভাষণ দেন অধ্যাপক সমীর কুমার চ্যাটার্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছন্দম পরিবারের অভিভাবক, অভিভাবিকা বৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তম দত্ত, পিপলি ভট্টাচার্য, মাম্পি নন্দী সেন, এন হোসেন মল্লিক, শিরিন শবনম, উসো শ্রী পাত্র সহ বিশিষ্ট জন। প্রত্যেককে পুষ্পস্তব ক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে অধ্যক্ষ মেহবুব হাসান বলেন, জাতীয় শিক্ষক দিবসের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এই এই মহান দিনটিকে আমরা বেছে নিয়েছি শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করতে। এছাড়াও অনুষ্ঠানে মননশীল কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণে ছিলেন দীপশিখা বটব্যাল, ঈপ্সিতা সিংহ, ইন্না রুকাইয়া, সৌমিতা মাঝি, মোহনা মুখার্জী প্রমুখ। অনুষ্ঠানে মোট ৩০ জন ছাত্রছাত্রী হতে বাৎসরিক পরীক্ষার শংসাপত্র তুলে দেন সম্মাননা প্রাপক শিক্ষক শিক্ষিকারা। সেরা ৬ জন শিক্ষার্থীদের পদক প্রদান করে সর্বভারতীয় সুর ভারতী সংগীত কলা কেন্দ্র। সমগ্র অনুষ্ঠানটি সুস্বাদুভাবে পরিচালনা করেন অধ্যক্ষ মেহবুব হাসান ও সৃজন।